আমুদরিয়া নিউজ: উত্তরাখণ্ডের পর মেঘভাঙা বৃষ্টিতে দুর্যোগ হিমাচল প্রদেশেও। অতি ভারী বৃষ্টি ও ভূমিধসে একাধিক এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। হিমাচল প্রদেশের সোলান জেলা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে। চাক্কি মোড়ে হাইওয়ে বন্ধ। বুধবার সকালে ভূমিধসের কারণে চণ্ডীগড়-সিমলা জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ধসের কারণে চণ্ডীগড়-মানালি হাইওয়েও বন্ধ। অতিবৃষ্টিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি। মান্ডি শহরে বন্যার জল প্রাচীন পঞ্চবক্রতা মন্দিরের সিঁড়ি ছুঁয়ে ফেলেছে। সুকেতি নদীর জল উপচে মান্ডির অধিকাংশ ঘরে ঢুকে পড়েছে এবং বেশ কিছু হাইওয়ে এখন জলের তলায়। কিন্নৌরে আরও ধস ও হড়পা বানের আশঙ্কায় বুধবার কিন্নৌর-কৈলাশ যাত্রা আপাতত বন্ধ রেখেছে প্রশাসন। টাঙ্গলিপ্পি ও কাঙ্গরঙ্গ ঝরনার উপর থাকা ছোট সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় আসা-যাওয়ার দুই মুখই বন্ধ হয়ে গিয়েছে। শয়ে শয়ে পুণ্যার্থী রাস্তা ও হাইওয়ের ধারে অপেক্ষায় রয়েছেন। তাদের ঘুরপথে উদ্ধারের চেষ্টা চলছে।
