আমুদরিয়া নিউজ : মঙ্গলবার রাতে মণিপুরের চূঁড়াচাঁদপুর জেলায় হামার এবং জোমি উপজাতির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই দিন আগে অজ্ঞাত ব্যক্তিরা হামার উপজাতির একজন নেতাকে পিটিয়ে হত্যা করেছিল। জানা গিয়েছে, সোমবার দুই উপজাতির নেতারা বৈঠক করে একটি শান্তি চুক্তিতে পৌঁছান। কিন্তু, মঙ্গলবার রাতেই তা সংঘর্ষের চেহারা নেয়। পুলিশ মারফত খবর মেলে, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
			 
					 
		 
		 
		 
		