আমুদরিয়া নিউজ: অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীরে সংক্রমণ রয়েছে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। প্রধান বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। ১২ জুলাই তেলঙ্গানা সফরে যান গাভাই। নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ গিয়েছিলেন তিনি। এ ছাড়াও তেলঙ্গানায় একাধিক কর্মসূচি ছিল তাঁর। সেই সময়েই তিনি সংক্রামিত হন বলে সূত্র মারফত জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’-তিন দিনের মধ্যেই ছাড়া পাবেন দেশের প্রধান বিচারপতি।
