আমুদরিয়া ডেস্ক: বুধবার প্রকাশিত হল চলতি বছরের আইসিএসই এবং আইএসসি’র ফলাফল। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছরে আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন।
তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আইসিএসইয়ে পাশের হার হল ৯৯.০৯ শতাংশ। আর আইএসসিতে ৯৯.০২ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে রাজ্যে আইসিএসইতে পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসিতে পাশের হার ৯৮.৭৫ শতাংশ। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৪ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৫ দিনের মাথায় ফল প্রকাশ করা হল।