আমুদরিয়া নিউজ : ওয়াশিংটন ডিসির রেস্টুরেন্টে খেতে গিয়ে পার্স চুরি যায় আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের। তদন্তে নেমে মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামে একজনকে পুলিশ ধরে। সে চিলির নাগরিক। ওই মহিলার বিরুদ্ধে অতীতেও নিজের দেশে ও আমেরিকার চুরির অভিযোগ মিলেছে। নিউ ইয়র্কের সংবাদ সংস্থা জানিয়েছে, এপ্রিলের ঘটনার পরে গ্রেফতার হয় লেইভা। এবার দোষী সাব্যস্ত হয়েছে। আগামী মার্চে সাজা দেওয়া হবে।