আমুদরিয়া নিউজ: লাগাতার বৃষ্টিতে ঘরের ভিতরে ছিল জমা জল। আর সেই জমা জলে পড়ে মর্মান্তিক মৃত্যু ছ’মাসের এক শিশুকন্যার। খাট থেকে ঘুমের ঘোরে জলে পড়ে গিয়ে মৃত্যু শিশুটির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের দেবীনগরে। উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরের বাসিন্দা পাপন ঘোড়াই। মাস ছয়েক আগে তাঁর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখেন ঋষিকা। লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে গোটা এলাকায়। পাপনবাবুর বাড়িতেও জল ঢুকেছে। প্রায় হাটুর সমান জল দাঁড়িয়ে গিয়েছে ঘরে। কিন্তু সেই অবস্থাতেই থাকছিলেন বাড়িতেই থাকছিলেন তাঁরা। এদিন সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান পাপন। মেয়েকে খাটে ঘুম পাড়িয়ে রেখে ঘরের কাজ করছিলেন ঋষিকার মা। হঠাৎ শিশুটি ঘুমন্ত অবস্থায় কোনও ভাবে খাট থেকে নীচে জলে পড়ে যায়। জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে ফুলবাগানের শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
