আমুদরিয়া নিউজ : ২০২৬এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’দিনের কোচবিহার সফর ঘিরে জল্পনা তুঙ্গে। সোমবার প্রশাসনিক বৈঠক এবং মঙ্গলবার বড় জনসভা—দুটি অনুষ্ঠানেই থাকবেন তিনি। প্রশাসনিক বৈঠক হবে রবীন্দ্রভবনে, যেখানে জেলার উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। পরদিন রাস মেলা ময়দানে জনসভায় তৃণমূলের শক্তি প্রদর্শনের লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে এই সফর অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। বিশেষ করে এসআইআর ইস্যু ও ভোটার তালিকা নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর এই সফর তৃণমূলের জনসংযোগ বাড়ানোর চেষ্টা। কোচবিহারের নয়টি আসনে সংগঠন শক্তিশালী করাই মূল উদ্দেশ্য। বিরোধীরা বলছে, সরকার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে রাজনীতির চাপানউতোরের মধ্যেও মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চর্চা সপ্তমে।