আমুদরিয়া নিউজ : সকালেই বিধানসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসঙ্ঘের সহযোগিতায় বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব দেন। বেলা গড়াতেই তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুমুখো নীতির অভিযোগ তোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার পেট্রাপোলের সীমান্তে সন্ন্যাসীদের অবস্থান যাচ্ছিলেন তিনি। সে সময়ে প্রস্ন করা হলে সাংবাদিকদের জানান, যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, তখন প্রধানমন্ত্রীর কথা মনে পড়েনি কেন মুখ্যমন্ত্রীর। সে সময়ে মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছিল, যারা বাংলাদেশে আক্রান্ত হবেন তাদের তিনি আশ্রয় দেবেন।
শুভেন্দুবাবুর মতে, বাংলাদেশে এখন যখন হিন্দুরা আক্রান্ত হওয়ায় জনরোষ বাড়ছে। তাই নিজের দলের হিন্দু সমর্থকদের ক্ষোভ সামাল দিতে মুখ্যমন্ত্রী এ সব বলছেন বলে শুভেন্দুর মত। শুভেন্দুবাবুর দাবি, তিনিই বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর কথা প্রথম বলেন। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ জানান, বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি থাকে না জেনেও কেন্দ্রকে নিয়ে মন্তব্য করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্করের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তাঁর মুসলিম তোষণের নীতির ফলে তাঁর দলেরই বহু হিন্দু নেতা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।