আমুদরিয়া নিউজ: সব ধরনের ক্রিকেট থেকে হঠাৎ অবসরের কথা ঘোষণা করলেন চেতেশ্বর পূজারা। রবিবার সকালে সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সৌরাষ্ট্রের ব্যাটার। লেখেন ‘‘ভারতের জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা— এ সবের প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সব ভাল জিনিসই একটা সময় শেষ হয়। আমি কৃতজ্ঞচিত্তে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সমস্ত ভালবাসা এবং সম্মানের জন্য সকলকে ধন্যবাদ।’’ দেশের হয়ে ১০৩টে টেস্ট এবং ৫টা এক দিনের ম্যাচ খেলেছেন পুজারা। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। সদ্য বাদ পড়েছেন দলীপ ট্রফির দল থেকেও। তারপরেই অবসরের সিদ্ধান্ত।