আমুদরিয়া ডেস্ক: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম হল পাঁচটি চিতা শাবকের। ফের মা হল স্ত্রী চিতা নিরভা। কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা তাদের ভিডিয়ো সংগ্রহ করার পরে শাবকদের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, ‘‘চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।’’২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নিরভার বর্তমানে বয়স সাড়ে পাঁচ বছর। গত বছরও নিরভা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু সেগুলিকে বাঁচানো যায়নি। ভারতে এখন চিতার সংখ্যা ৩১। তার মধ্যে কুনো উদ্যানে রয়েছে ২৯টি। তার মধ্যে ১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক।