আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল নামিবিয়া থেকে আনা এক পূর্ণবয়স্ক স্ত্রী চিতার। ২০২২ সালে নামিবিয়া থেকে ৮ বছর বয়সি এই স্ত্রী চিতাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। বন দফতরের তরফে জানানো হয়েছে, নিজের ঘেরাটোপে শিকার ধরার সময়ে জখম হয়েছিল সেটি। বাঁ পায়ের উলনা ও ফিবুলায় আঘাত ছিল। তার চিকিৎসাও চলছিল। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার তার মৃত্যু হয়েছে। কুনো জাতীয় উদ্যানে এখন চিতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬। তার মধ্যে ছ’টি স্ত্রী, তিনটি পুরুষ এবং ১৭টি শাবক। ওই শাবকগুলির জন্ম ভারতেই হয়েছে।
