আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুলকালাম বাঁধল রাজধানীতে। দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব সহ ১০০-এর বেশি সাংসদ। অন্যদিকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে বিরোধীদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাওয়ের। সেই কর্মসূচি অনুযায়ীই সকাল সাড়ে ১১টার সময় সংসদের মকর দ্বারে জমায়েত হন প্রায় ২০০ সাংসদ। এরপর তারা একসঙ্গে এগোতে থাকেন। কিন্তু মিছিল মাত্র ৪০০ মিটার এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে বিরোধী সাংসদদের পথ আটকে দেয়। কিন্তু তাতেও দমানো যায়নি বিরোধীদের। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, একে একে সাংসদরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরে রাস্তায় বসে পড়েন প্রিয়ঙ্কা গান্ধী ও অন্যান্য সাংসদরা। শেষে বিরোধী সাংসদদের আটক করে পুলিশ।