আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে বুধবার দেশজুড়ে চলছে ২৪ ঘণ্টার বনধ। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। এদিন সকালে যাদবপুর থেকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। শেষে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজনকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। ধাক্কাধাক্কিতে সৃজনের পরনের শার্ট ছিঁড়ে যায়। এসএফআই -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, তিনি আহত হয়েছেন।
