আমুদরিয়া নিউজ: ৬৪ কোটি টাকা ঘুষের বিনিময়ে ৩০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও ছন্দা কোচর। সম্প্রতি এক ট্রাইব্যুনালে (আদালতে) দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ছন্দার বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে ভিডিওকন সংস্থাকে ৩০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। এর ঠিক পরদিন ভিডিওকনের তরফে ৬৪ কোটি টাকা পাঠানো হয় ছন্দার স্বামী দীপকের সংস্থা ‘নিউ পাওয়ার রিনিউয়েবলস’কে। ট্রাইব্যুনালের তরফে এই ঘটনাকে ‘ঋণের বদলে ঘুষ’ হিসেবে উল্লেখ করা হয়। এই মামলায় ছন্দাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। ইডি যে কোচর এবং তাঁর স্বামীর সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছিল, তা-ও সঠিক বলে মনে করছে আদালত। উল্লেখ্য, এই মামলায় ২০২২ সালের ২৩ ডিসেম্বর ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপককে গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও এই গ্রেপ্তারি অবৈধ জানিয়ে পরের বছরই দম্পতিকে জামিন দেয় বোম্বে হাই কোর্ট।
 
					 
			 
		 
		 
		 
		