আমুদরিয়া নিউজ: আর্থিক দুর্নীতির অভিযোগে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের পুত্র চৈতন্য বাঘেলকে গ্রেফতার করল ইডি। আবগারি দুর্নীতিতে যুক্ত থাকা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে ভূপেশের পুত্রের বিরুদ্ধে। শুক্রবার সকালে তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, বাড়িতে তল্লাশির সময়ে তিনি ইডি আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছিলেন না। তার পর চৈতন্যকে গ্রেফতার করা হয়। এদিকে পুত্রের গ্রেপ্তারির পর বিজেপিকে নিশানা করেছেন ভূপেশ। তার অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সংস্থাকে এ ভাবে ব্যবহার করা হচ্ছে। ভূপেশ বলেন, ‘‘মোদী এবং শাহ ইডিকে আমার বাড়িতে পাঠিয়েছেন। আমরা এতে ভয় পাচ্ছি না। আমরা মাথা নিচু করব না। ভূপেশ বঘেল ভয় পাবে না। আমরা সত্যের এই লড়াই চালিয়ে যাব।’’
