আমুদরিয়া নিউজ: না-জানিয়ে বাঁধ থেকে জল ছাড়ার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডিভিসি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছেন। শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল সেই অভিযোগকে খারিজ করে জানিয়েছেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম।’’ ডিভিসি রেগুলেশন কমিটি থেকে প্রাপ্ত ‘তথ্য’ তুলে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মাইথন জলাধার থেকে ৪২৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে, মোট ৭০০০০ কিউসেক। সিআর পাতিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘এটি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক নয়, যেমনটি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী টুইট করেছেন।’’
