আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে নাগরিকত্ব দিল ভারত সরকার। শনিবার এ খবর জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, ‘‘বিতানবাবু, যাঁকে পহেলগাঁওয়ে মারা হয়েছিল, তাঁর স্ত্রী সোহিনী রায়কে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বহু আগেই বিবাহসূত্রে তিনি নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই।’’ ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান।
কর্মসূত্রে স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকতেন আমেরিকায়। সেই সময়ই সোহিনী বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ করেছিলেন প্রয়াত বিতানের দাদা বিভূ অধিকারী। তিনি বলেছিলেন ভারতীয় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি রয়ে গিয়েছেন। বাংলাদেশের নাগরিক হওয়ার কারণেই জঙ্গিহানায় ভাইয়ের মৃত্যুতে সরকার আর্থিক ক্ষতিপূরণ দিলে সেটা স্ত্রী হিসাবে সোহিনীর পাওয়ার আইনি অধিকার নেই, এ-ও দাবি করেছিলেন দাদা বিভু। শেষমেশ সব বিতর্কের অবসান ঘটিয়ে সোহিনীকে নাগরিকত্ব দিল কেন্দ্র।