আমুদরিয়া নিউজ: ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে জেনারেল অনিল চৌহানের মেয়াদ আরও আটমাস বাড়িয়ে দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অনিল ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেনা সর্বাধিনায়কের পাশাপাশি কেন্দ্রের সামরিক বিষয়ক দফতরের সচিব পদেও রয়েছেন অনিল। সেই কাজও তিনি চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল চৌহান প্রায় ৪৫ বছর ধরে সেনার সঙ্গে যুক্ত। কাশ্মীরে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা আছে। সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও তিনি সামলেছেন। দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক ছিলেন বিপিন রাওয়াত। ২০২১ সালের ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ওই পদে রয়েছেন জেনারেল চৌহান।
