আমুদরিয়া নিউজ : ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্র। তাঁরা ওয়াকফ আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলি খারিজ করার জন্য শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। কেন্দ্রের দাবি, যেহেতু সংবিধান মেনেই বিলটি পাশ হয়েছে তাই আদালত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও সংবিধিবদ্ধ বিধান স্থগিত করতে পারবেন না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ ৫ মে বিষয়টির শুনানি করবে।
