আমুদরিয়া নিউজ : শপিং মলের শৌচাগারের সিসি ক্যামেরা বসানোর অভিযোগে এক যুবককে আমেরিকার পুলিশ গ্রেফতার করেছে। নিউ জার্সির ঘটনা। সেখানে মলের শৌচাগারে গিযে এক মহিলা কালো রঙের একটি সন্দেহজনক বস্তু দেখতে পান।
তিনি সেটা খুলে নিরাপত্তা রক্ষীদের দেন। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে সেটি সিসি ক্যামেরা। এর পরে খোঁজখবর করে পুলিশ ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করে।