আমুদরিয়া নিউজ: এ বার থেকে বই খুলে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা! এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম। গত জুন মাসে সিবিএসই-র সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত কেবল মাত্র নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু হচ্ছে। এই পরীক্ষাপদ্ধতির নাম ওপেন-বুক অ্যাসেসমেন্ট (ওবিএ)। সিবিএসইর বক্তব্য, এতে পড়ুয়াদের মধ্যে না বুঝে হুবহু মুখস্ত করার ঝোঁক কমবে, পরিবর্তে তাদের বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে বলে খবর। মূলত ভাষা, গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান— এই চার বিষয়ের পরীক্ষায় বই খুলে উত্তর লিখতে পারবে পড়ুয়ারা। পরীক্ষা চলাকালীন তারা যে কোনও পাঠ্যবই কিংবা ক্লাসনোটের পাতা উল্টে দেখতে পারবে। যদিও সিবিএসই জানিয়েছে, এই পরীক্ষাপদ্ধতি বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।
