আমুদরিয়া নিউজ: ২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় বার বার উঠে এসেছিল সুশান্তের প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও এনেছিলেন সুশান্তের বাবা। সেই অভিযোগ থেকেও রিয়াকে অব্যাহতি দিয়েছে সিবিআই। ২০১৮ সাল থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত লিভ-ইন সম্পর্কে ছিলেন রিয়া-সুশান্ত। সম্পর্কে থাকাকালীন রিয়া চক্রবর্তীর জন্য কত টাকা খরচ করেছেন সুশান্ত? সম্প্রতি সেই হিসেব দিয়েছে সিবিআই। সিবিআই জানিয়েছে, রিয়ার জন্য মোট ১৬.৮০ লক্ষ টাকা স্বেচ্ছায় খরচ করেছিলেন সুশান্ত। রিয়ার ইউরোপ বেড়ানোর খরচও তিনিই বহন করেছিলেন। ২০১৯ সালের অক্টোবর মাসে তাঁরা ইউরোপ বেড়াতে গিয়েছিলেন। সুশান্ত নিজেই রিয়া এবং তাঁর ইউরোপ ট্যুরের টিকিট কেটে দেওয়ার জন্য তৎকালীন ম্যানেজার শ্রুতি মোদিকে নির্দেশ দিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পরে তাঁর পরিবারের অভিযোগ ছিল, রিয়া ১৫ কোটি টাকার সম্পত্তি নয়ছয় করেছেন। সিবিআই এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে।