আমুদরিয়া নিউজ: কসবায় গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার আদালতের কাজ শুরু হতেই বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলা করার অনুমতি চান ৩ আইনজীবী। মূলত তদন্তের স্বচ্ছতা ও রাজ্যের কলেজগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। ৩টি মামলায় দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সেন। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। ইতিমধ্যে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রসহ চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত চলছে। রবিবার সকালে কসবার সেই কলেজে আসে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধিদল। তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
