আমুদরিয়া নিউজ: অন্তত ১৫০ জনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে বিদ্ধ হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ পুলিশ। জাভেদ ও তাঁর ছেলে আনাস হাবিব-এর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ক্রিপ্টোকারেন্সিতে বেশি টাকা পাওয়ার লোভ দেখিয়ে ১৫০ জনেরও বেশি লোকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। পুলিশ জানিয়েছে, ফোলিকল গ্লোবাল কোম্পানির মাধ্যমে অন্তত ১৫০ জনকে তাঁরা ৫০-৭৫ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে বিটকয়েনস ও বিন্যান্স কয়েনসে বিনিয়োগ করিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তাঁদের সুদ বা লভ্যাংশ ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে যাবে। অভিযোগ, বিনিয়োগকারী যখন তাঁদের লাভের টাকা ফেরত চান, তখন অভিযুক্ত কোম্পানি বন্ধ করে পালিয়ে যান। এরপরই পুলিশে অভিযোগ জানান বিনিয়োগকারীরা। সম্ভল থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।