আমুদরিয়া নিউজ: প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করল কানাডা। বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ইজরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, তাহলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা। গত মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, ইজরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা না করে তবে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁও সম্প্রতি জানিয়ে দিয়েছেন গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে এবং আমজনতাকে বাঁচাতে আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করবে ফ্রান্স। এবার সেই পথে হাঁটারই ইঙ্গিত দিল কানাডাও।
