আমুদরিয়া নিউজ: ওড়িশার ভূমিপুত্র কূটনীতিক দীনেশ কে পট্টনায়েককে কানাডায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করল ভারত। ১৯৯০ আইএফএস ব্যাচের এই অফিসার বর্তমানে স্পেনের ভারতীয় দূতাবাস সামলাচ্ছেন। স্পেন ছাড়াও কম্বোডিয়া, মরক্কো দেশের অ্যাম্বাসাডার ছিলেন দীনেশ কে পট্টনায়েক। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই আধিকারিক বিভিন্ন মিশনে জেনেভা, ঢাকা, বেজিং ছাড়াও আফ্রিকা পশ্চিম ইউরোপে ছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রসংঘ ও ভারতের বিদেশ মন্ত্রকের বিভিন্ন দায়িত্ব সামলেছেন দীনেশ পটনায়েক। খুব শীঘ্রই তিনি কানাডার দূতাবাসের দায়িত্বভারও গ্রহণ করবেন। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থাকাকালীন খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুন নিয়ে তলানিতে ঠেকেছিল ভারত-কানাডা সম্পর্ক। মার্ক কারনি মসনদে বসার পর থেকেই পরিস্থিতির বদল হতে শুরু করে। এই পরিস্থিতিতে এবার দীনেশ কে পট্টনায়েক কানাডায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন।
