আমুদরিয়া নিউজ : কাম্বোডিয়া অভিযোগ করেছে যে যুদ্ধবিরতি সত্ত্বেও থাই সেনাবাহিনী এখনো তাদের দেশের ভেতরে বেসামরিক এলাকায় অবস্থান করছে। বিদেশমন্ত্রী প্রাক সোখোন জানান, সীমান্তে কাঁটাতার ও কনটেইনার বসানো থাকায় প্রায় ৪,০০০ পরিবার ঘরে ফিরতে পারছে না। ডিসেম্বরের চুক্তির পর পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নতুন উত্তেজনার ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন। থাইল্যান্ড এসব অভিযোগ নাকচ করে জানায়, তাদের সেনা মোতায়েন যুদ্ধবিরতির শর্ত মেনেই রয়েছে। গত বছরের জুলাই ও ডিসেম্বরে দুই দফা সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষ নিহত এবং অর্ধ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। সীমান্ত নির্ধারণে যৌথ কমিশনের বৈঠক চায় কাম্বোডিয়া, তবে থাইল্যান্ড এখনও অংশগ্রহণ নিশ্চিত করেনি। সাম্প্রতিক যুদ্ধবিরতিতে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।