আমুদরিয়া নিউজ: হিল পরতে কে না ভালোবাসেন? কিন্তু সেই হিল পরতে গেলে যদি নিতে হয় প্রশাসনের অনুমতি? হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই নিয়ম ক্যালিফোর্নিয়ার কারমেল-বাই-দ্য-সি শহরে। ১৯৬৩ সালে মহিলাদের সুবিধার জন্য ওই শহরে একটি আইন পাশ হয়। আইন অনুযায়ী, কোনও মহিলা সর্বাধিক দুই ইঞ্চি হিল পরে হাঁটাচলা করতে পারেন। কিন্তু হিলের দৈর্ঘ্য তার চেয়ে বেশি হলেই সিটি হল থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার সময় প্রশাসনের আধিকারিকদের জানাতে হবে যে, সেই মহিলা কত ইঞ্চির হিল পরে রাস্তায় হাঁটবেন। অনুমতি ছাড়া হিল পড়লে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু কেন এমন নিয়ম? জানা যাচ্ছে ওই শহরের রাস্তাঘাট পাথরের তৈরি। এমনকি, রাস্তাঘাট সব জায়গায় সমতলও নয়। উঁচুনিচু পাথুরে রাস্তায় হিল পরে হাঁটলে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবে। তাই এমন নিয়ম।
