আমুদরিয়া নিউজ: দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়ে গিয়েছে। কিন্তু এখনও ফল প্রকাশ হয়নি। ফলাফল না প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় আগামী ৭ আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের বক্তব্য ছিল, দেশের প্রায় সমস্ত রাজ্যের যৌথ প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু এখনও বাংলার ছাত্রছাত্রীরা ফলাফলের অপেক্ষায়। ফলাফল প্রকাশে দেরির ফলে তাঁরা দেশের অন্যান্য রাজ্যের পড়ুয়াদের তুলনায় পিছিয়ে পড়ছেন। এরপরই আদালত জানায়, ৭ আগস্টের মধ্যে জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে, কবে ফল প্রকাশ সম্ভব, এবং এই দেরীর কারণ কী। শুনানির সময় বিচারপতি স্মিতা দাস স্পষ্ট ভাষায় বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনওভাবেই অবহেলা করা চলবে না। এই জিনিস বরদাস্ত করা হবে না।”
