আমুদরিয়া নিউজ: ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি পার্থসারথি সেন জানিয়ে দিয়েছেন, আগামী ২১ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ২০১০ সালে তৎকালীন বাম সরকার আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরের বছর সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ফলে থমকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া। মামলাগুলির জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। মামলার ভিত্তিতে গোটা নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বুধবার উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ ১৫ বছর পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল। রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি কর্মীদের ২৯২টি শূন্যপদ রয়েছে।
