আমুদরিয়া নিউজ: ২১ জুলাই শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানের শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, সর্বোচ্চ ১০ হাজার মানুষের জমায়েত করা যাবে এই অভিযানে। মিছিল হবে তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ময়দান ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত। ২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস পালনের অনুষ্ঠান রয়েছে। ওই দিনই আবার বিজেপির যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। তবে উত্তরকন্যা অভিযানে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। ২১ জুলাইয়ে কলকাতায় পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এর পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়। উচ্চ আদালত জানিয়েছে, শর্ত মেনে মিছিল করা যাবে।
