আমুদরিয়া নিউজ: আরজিকরে ধর্ষণ খুনের মামলায় মূল দোষী সঞ্জয় রাইয়ের বেকসুর খালাস চেয়ে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলা গ্রহণ করল আদালত। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। বুধবার হাই কোর্ট এ-ও জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি। আরজি করের চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবনের জেলের সাজা দিয়েছিল। সেই থেকে জেলবন্দি তিনি। এদিকে নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঞ্জয়ের ফাঁসির আবেদন করেছে।
