আমুদরিয়া নিউজ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল শুভেন্দুকে। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই রক্ষাকবচই প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন বিচারপতি জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচের যে রায় ছিল, সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না। তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে।