আমুদরিয়া নিউজ: কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য, সে নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব তলব করলেন বিচারপতি সৌমেন সেন। দীর্ঘ দিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নির্বাচন না-হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পড়ুয়াদের শেখার সুযোগ বাড়াতে পরিচালন সমিতিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখার পরামর্শ বিচারপতির। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি।