আমুদরিয়া নিউজ: দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। শনিবার ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুইডেন, ডেনমার্ক, চিন, দক্ষিণ কোরিয়ার পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা শুরু করল। ৩৭ হাজার কোটি টাকা দিয়ে এই স্বদেশি প্রযুক্তি তৈরি করা হয়েছে। এই নেটওয়ার্ক ক্লাউড ভিত্তিক। এটি ৫জি-তেও আপগ্রেড হয়ে যাবে পরবর্তী সময়ে। পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী মোদি শনিবার বলেন, “টেলিকমে ভারত গ্লোবাল ম্যানুফাকচারিং হাব হয়ে উঠছে।”
