আমুদরিয়া নিউজ: অবশেষে পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০ টায় আটারি বর্ডার দিয়ে দেশে প্রবেশ করেন তিনি। পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির বাসিন্দা পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি তিনি। পূর্ণমকে ভারতে ফেরানো নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলছিল। বুধবার বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, তাদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা সফল হয়েছে। পুর্ণমকে কে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। সাড়ে ১০টায় তাঁকে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। জানা যাচ্ছে, সুস্থ রয়েছেন পূর্ণম। তবে তাঁর শারীরিক পরীক্ষা হবে।
