আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান। জানা গিয়েছে, ২৪ বছর বয়সি নিখোঁজ জওয়ানের নাম সুগম চৌধুরী। বিএসএফের ৬০-তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। কর্মরত ছিলেন পান্থাচকের সদর দপ্তরে। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। পহেলগামে হামলার পরে জম্মু-কাশ্মীর জুড়ে জোরদার জঙ্গি দমন অভিযান চলছে। এই পরিস্থিতিতে ওই বিএসএফ জওয়ানের নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের কোতোয়ালি দেহাতের শিখেরা গ্রামে বাড়ি ওই কনস্টেবলের। নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে তাঁর পরিবারকেও। সুগমের খোঁজে উপত্যকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। পান্থাচক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।
