আমুদরিয়া নিউজ: ভারতের আধার কার্ডের ধাঁচে এ বার ব্রিটেনেও সচিত্র পরিচয়পত্র তৈরি করতে চলেছে সে দেশের সরকার। নতুন এই পরিচয়পত্রের নাম হবে ‘ব্রিট কার্ড’। বেআইনি অনুপ্রবেশকারীদের রুখতেই এই কার্ড চালু করতে চাইছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। কয়েক দিন আগেই ভারতে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ওই সফরেই তিনি আধার কার্ডের খুঁটিনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে যান। তবে ব্রিটেন সরকারের এক মুখপাত্রের কথায়, ভারতের আধার কার্ড পরিষেবার অনুসরণে তৈরি হলেও একেবারে আধার কার্ডের মতো হবে না ‘ব্রিটকার্ড’। ‘ব্রিটকার্ড’-এ কোনও বায়োমেট্রিক তথ্য থাকবে না। ব্রিটকার্ডে থাকবে নাগরিকদের নাম, ছবি, নাগরিকত্ব এবং জন্মতারিখ।
