আমুদরিয়া নিউজ : ভারতে অকাল প্রসবের হার অন্যান্য দেশের তুলনায় বেশি। দারিদ্রপীড়িত এঅলাকাগুলিতে তো প্রসবের পরে ১২ শতাংশ শিশু মায়ের দুধ ঠিকমতো পায় না। অনেক সময় প্রসবের সময়ে মায়ের মৃত্যু হলে শিশুটির বেচে থাকা মুশকিল হয় মায়ের দুধ না পেলে। এই ধরনের সমস্যার সমাধান করতে কর্ণাটকের বিজয়পুরার সরকারি হাসপাতালে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক চালু হয়েছে। যেখানে বছরে ২০০০ শিশুকে মায়ের দুধ খাওয়ানো যাবে।