আমুদরিয়া নিউজ: ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ওই এক অঙ্কের শুল্ক ধার্য হয়েছে ব্রাজিলের জন্যও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের। ফোনালাপ নিয়ে সমাজমাধ্যমে মোদী জানিয়েছেন, জ্বালানি, বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিল দুই দেশ কৌশলগত ভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মোদীর দাবি, এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে। অন্যদিকে, লুলা সমাজমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্পের শুল্কবাণের জেরে গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দু’দেশের আলোচনা হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের উপরে আমেরিকা শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে আলোচনা করবেন।
