আমুদরিয়া নিউজ: জুবিন গর্গের মৃত্যুর প্রায় এক মাস পার হলেও এখনও শোকে ডুবে অসম। এই অবস্থায় এই বছরের জন্য স্থগিত রাখা হল ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল। চলতি বছরের ৪ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছেন, ভূমি পুত্রকে ছাড়া তাঁরা এই অনুষ্ঠানের কথা ভাবতে পারছেন না। তাঁর স্মৃতিতে, তাঁকে সম্মান জানিয়ে তাই এ বছরের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য টিকিট কেটেছিলেন, তাদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। বলেও আয়োজকেরা জানিয়েছেন।