আমুদরিয়া নিউজ: শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর নতুন ছবি বানসারার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল কলকাতায়। একটি গোডাউনে বুধবার মাঝরাত পর্যন্ত চলে শুটিং। আর তা চলাকালীনই পায়ে চোট পান বনি। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর ফের শুটিং শুরু হয়। বনির কথায়, “ভালো চরিত্র দর্শকদের উপহার দিতে, এই চোট একজন অভিনেতার কাছে কিছু মনে হয় না। এখন আপাতত ভাল আছি।”