আমুদরিয়া নিউজ: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফার্মহাউস বেদখল হয়ে যাচ্ছে? প্রযোজক তথা অভিনেত্রীর স্বামী বনি কাপুর অভিযোগ করেছেন, এক মহিলা ও তাঁর দুই ছেলে জাল উত্তরাধিকার সনদ ব্যবহার করে সম্পত্তির মালিকানা দাবি করছেন। এই অভিযোগ নিয়েই তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এই বাংলো বাড়িটি কেনেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। তাঁদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই এই বাংলোটি কিনেছিলেন শ্রীদেবী, দাবি অভিনেত্রীর পরিবারের। কিন্তু এত বছর পরে অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসে পড়েছেন। এক মহিলা, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দু’জন সেই দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র। এই ঘটনার জেরে এ বার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কপূর। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইনত ও নৈতিকভাবে এই সম্পত্তি তাঁর পরিবারের। আদালত কী রায় দেয় সেদিকেই নজর সকলের।