আমুদরিয়া নিউজ: আধার, প্যান বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন মামলায় মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বম্বে হাই কোর্ট। বাবু আব্দুল রউফ সর্দার নামে এক ব্যক্তিকে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ভুয়ো নথি দেখিয়ে ওই ব্যক্তি এদেশে এক দশকেরও বেশি বসবাস করছিল বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বৈধ পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন তিনি। তার পর ভারতে এসে ভুয়ো নথি দিয়ে আধার, প্যান এবং পাসপোর্টও তৈরি করেছেন। তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তার পরই তিনি বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচাপরতি বোরকার ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়ে জানান, শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। এগুলি সরকারি পরিষেবা পাওয়ার একটা মাধ্যম মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়।