আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের চেন্নাইয়ে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিজিপি অফিসে একটি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয়, উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড। গোটা বাড়িজুড়ে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি। কে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
