আমুদরিয়া নিউজ: এবার ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। ফলে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ১৫৬ যাত্রী সহ বিমানটিকে জরুরি অবতরণ করাতে হল থাইল্যান্ডে। জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি শুক্রবার সকালে থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর বিমানটিকে তাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয়। যদিও তল্লাশি চালিয়েও সেরকম কিছু পাওয়া যায়নি। তবে ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনার তদন্ত চলছে।
 
			 
					 
		 
		 
		 
		