আমুদরিয়া নিউজ: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এমনই একটি হুমকি ইমেল ঘিরে হুলস্থুল পড়ে যায় বুধবার। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওই হুমকি মেল আসে। তাতে বলা হয় বিমানবন্দরে দু’টি বোমা শক্তিশালী বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তেই সেগুলি বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইমেলে আরও দাবি করা হয়, বিমানবন্দরের ভিতরে একটি শৌচালয়ের পাইপে বোমা রাখা আছে। এই খবর পেয়েই নিরাপত্তা আঁটসাঁট করা হয় বিমানবন্দরের। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। যে ইমেল আইডি থেকে এই মেলটি পাঠানো হয়েছিল, তার সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
