আমুদরিয়া নিউজ: ট্রলিব্যাগ থেকে উদ্ধার হল যুবকের দেহ। ইসলামপুর থানার সোনাখোদা এলাকার ঘটনা। শুক্রবার সকালে এলাকার একটি ভুট্টাখেতের মধ্যে লাল ট্রলিব্যাগ পাওয়া যায়। তার ভিতরেই ছিল দলা পাকানো দেহ। প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্য জায়গায় শ্বাসরোধ করে তাঁকে খুন করে ভুট্টা খেতে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।