আমুদরিয়া নিউজ : তিনবাত্তি মোড়ের কাছে একটি মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তিটি শক্তিগড়ের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে এনজেপি পুলিশ পৌঁছায় এবং দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তা নিয়ে তদন্ত চলছে।