আমুদরিয়া নিউজ: চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটেনে গিয়েছিলেন। প্রায় চারমাস পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী তথা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টার কিছু পরে কাতার রাজপরিবারের বিশেষ বিমানে লন্ডন থেকে ঢাকায় ফেরেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। ঢাকা বিমানবন্দরে খালেদাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের অন্য নেতারা।
বিমানবন্দর থেকে ঢাকার গুলশান এলাকায় তাঁর বাড়ি পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তার দু’ধারে দাঁড়িয়ে খালেদাকে স্বাগত জানান কয়েক হাজার বিএনপি কর্মী-সমর্থক। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে নির্বাচনের দাবি উঠছে। এই আবহে তাঁর ঢাকায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর সে দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর থাকবে সবার।